আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তায
উস্তায, একটি জটিল সমস্যায় পড়ে গিয়েছি। তা হলো যেদিন থেকে হুরমতে মুসাহারাত সম্পর্কে জেনেছি সেদিন থেকে আমার মাথায় সব উল্টাপাল্টা আসতে থাকে। আমি মেয়ে এবং আমি অবিবাহিত।
তবু আমার মাথায় নানান বাজে চিন্তা আসে। যা আমি আনতে চাইনা তাও আসে। আমি এটা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছিনা।
যেমন একটা উদাহরণ দেই। যদি আমার সাথে কোনো ছেলে বিয়ে ঠিক হয় পারিবারিক ভাবেই। আমার শুধু বার বার সেই ছেলের বাবা কে নিয়ে নেগেটিভ চিন্তা আসে। যা আমি চাইনা তাও আসে। আর মনেহয় এখানে বিয়ে হলে তো আমার হুরমতে মুসাহারাত হতে পারে। শুধু এই ছেলের ক্ষেত্রে না। বাসা থেকে অন্য ছেলে নিয়েও বিয়ের আলোচনা হলে মনেহয় তার বাবাকে নিয়েও নেগেটিভ কথা মাথায় আসবে।
কারন আমার সমস্যা হলো জোড় করে মাথায় এমন ভাবনা আসে যেটাতে হুরমতে মুসাহারাত হয়ে যায়। আমি ভাবতে চাইনা, তাও মন বলে এটা কল্পনা কর। তখন না চাইতেও উত্তেজনার মতো অনুভব হয়। কিন্তু আমি চাইনা কিন্তু এসব থেকে বের হতেও পারছিনা।
এখন আমার মনেহয় আমার বিয়েই করা উচিত না। তাহলেই ঝামেলা নেই। কিন্তু এটা তো সাধারণত হয়না। আল্লাহ চাইলে তো বিয়ে হবেই। কিন্তু এসব নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতেই পারিনা। মনেহয় বিয়ে হলে যদি শশুরকে নিয়ে এমন নেগেটিভ চিন্তা আসে আর হুরমত হয়ে যায়। বিয়ে হয়নি এখনি এমন নেগেটিভ চিন্তা না চাইতেও। বিয়ে হলে পর যদি আরো বেশি হয়। হয়তো শয়তানের ওয়াসওয়াসা৷ কিন্তু যেহেতু আমি এসব চিন্তা থেকে বের হতে পারিনা তাহলে আমার কি উচিত বিয়ে না করা কাউকে?
বিয়ে করলে তো রিস্ক আমার ধারণা।
১. উল্লেখিত ঘটনা থেকে আমার কি বিয়ে করাই উচিত হবেনা?
২. যদি আমার জন্য পাত্র দেখা হয় আর আমার এই নিন্দনীয় নেগেটিভ চিন্তাভাবনা আসে সেই পাত্রের বাবাকে নিয়ে অর্থাৎ হবু শশুরকে নিয়ে। তাহলে সেই ছেলেকে বিয়ে করা জায়েজ হবে কি?
৩. আমার করনীয় কি উস্তায।
আফওয়ান উস্তায। জাযাকাল্লহু খইরন।