ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে নামাজ শেষ হওয়ার পর তার যে বাকি রাকাত থাকে ওই সময় যদি কোন ভূল করে, তাহলে তাকে সাহু সিজদাহ দিতে হবে।
(২) এমন মাসবুক ব্যক্তি যে প্রথম রাকাত মিস করেছে সে যদি ইমামের সাথে নামাজ শেষ করার পর তার বাকি এক রাকাত আদায় করে বৈঠকে না বসে ভূলে দাড়িয়ে যায়, তাহলে সে ফিরে এসে বৈঠক করবে এবং সাহু সিজদা দিয়ে নামাজকে সমাপ্ত করবে। যদি ফিরে না আসে, এবং পরবর্তী রাকাতের রুকু করে নেয়, তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।
(৩) অফিসে ট্রেনিং এর জন্য সম্মানী থেকে ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেয়া হলে ; এতেকরে আপনার জন্য সম্মানী থেকে পাওয়া টাকা হারাম হবে না।