ঝগরার মাঝে আমি বলি আমি আর সংসার করব না।
আমার স্বামী তখন আমার কাছ থেকে একটি সাদা কাগজে একটি সিগনেচার চায়, সে কি উদ্দেশ্যে চায় নিজের মুখে বলে না কিন্তু তার অভিবাবক রা বলে আমি যাতে পরে আমার স্বামি কে পটিয়ে মিলে যেতে না পারি তার জন্য প্রমান হিসেবে চায়। কিন্ত সিগনেচার না নিয়ে সবার সামনে প্রমান রেখে আমার মুখ দিয়ে এই কথাটি বলিয়ে রেকর্ড করে আমার স্বামী তারপর আমাকে তার পরিবার বলে, “তুমি একটি নোটিশ পাঠাও।”
এরপর তার বাবা বারবার আমার পরিবারের কাছে তালাকনামা চায়। তখন আমার পরিবার সিদ্ধান্ত নেয় যে, তালাক পাঠিয়ে দেয়া হবে — স্ত্রী কর্তৃক (তালাকে তাফওয়ীজ)।
আমি তখন তালাক সম্পর্কে তত জানতাম না। তাই আমি সেটা করি।
এরপর আমি শুনি অনেক আলেম বলেন:
যদি কাজী বিয়ের সময় স্বামীর সিগনেচার আগে নিয়ে পরে ফর্ম পূরণ করে, তাহলে মেয়ে ১৮ নম্বর কলামে তালাকে তাফওয়ীজের অধিকার পায় না।
আমার স্বামী এসব জানে কি না আমি জানি না।
কিন্তু ঝগরার সময় সিগনেচার নেয়ার জন্য আমার কাছে সে আমাকে জোর করেছিল।
আমি কাজির সাথে আলোচনা করি সে বলে হ্যা তারা স্বামীর সিগনেচার আগে নিয়ে পরে ফর্ম পূরণ করে,
তাই অনেক ভয় পাচ্ছি।
❓আমার প্রশ্নসমূহ:
১.আমার যততুক মনে হয় আমার স্বামীর এইসব বিষয় ধারনা নেই । সে হয়ত শুধু জানে মেয়ে কর্তিক ও তালাক হয় । কিন্ত সে আমাকে নোটিশ পাঠাতে বলে না, তার পরিবার বলে পাঠাতে তার আগে সে সিগনেচার নিতে চায় এবং আমার মুখের জবান বন্দি নেয় এবং আমি তালাক এর নিয়ত করে সবার সামনে বলি আমি আর যাব না।আমার স্বামী আমাকে সিগনেচার দিতে জোর করেছিল এবং তার পরিবার তালাকের নোটিশ পাঠাতে বলেছিল। এতে কি আমি “তালাকের তাফওয়ীজ”-এর অধিকার পাই?
২. যদি কাজী বিয়ের সময় স্বামী থেকে আগে সই নিয়ে পরে ফর্ম পূরণ করে, তাহলে কি আমি ১৮ নম্বর কলামের তাফওয়ীজের অধিকার হারাই? যদি ও ১৮ নং কলাম এ হ্যা লিখা ছিল।
৩. আমার তালাক কি কার্যকর হইছে?