১।আমার মনে বা অন্তরে এমন কিছু আসে যা আমার কাছে মনে হয় ইমান চলে যাবে এবং আল্লাহ পাক রাসুল সাঃ উনাদের বেপারে মনে এমন কিছু আসে যা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায় সেটা জানি না। তবে কিছু কিছু আমার মনে হয় ইচ্ছে করে । ইচ্ছে করে হলে আমার মনে হয় ইমান চলে যাবে এরকম কথা এটা কি কারনে?
২।সয়তানের বিরুদ্ধে যাই করি যেকোনো উপায়ে ঘৃণা করি পরে মনে হয় ইমান চলে যাবে এমন কিছু করলাম কিন্তু আমার ধারনা যে সয়তান কে উদ্দেশ্য করে করছি মনে আসে যে না ইমান চলে যাবে এমন কিছু বললাম করলাম ?
২।মসজিদে একটা যায়গায় বসছিলাম সেখানে আগে রাসুলুল্লাহ সাঃ উনার শানের খেলাফ কিছু গালি আসছিলো অন্তরে। পরে ঐজায়গায় নামাজ পড়তে গেলে সেটা মনে আসে এই কারনে আমি মনে মনে বলি ঐযায়গায় গেলে যে গালি মনে আসছিলো আগে সেটা তখন মনে আসে তারপর বলি নামাজ পড়তে গেলে মনে আসবে এইজন্য অন্য যায়গায় নামাজ পরি?
৪।ইমান চলে যাওয়ার মত কিছু যদি মনে আসে ইচ্ছা করে বা অনিচ্ছায় হোক ইমান চলে যাবে কি
৫।আমার মনে আসে যে জীবনে কিছুই করতে পারবি না তোকে অটোরিকশা ওয়ালা, মেথর,ভিক্ষুক,মুচি, লেবার, বা মানুষ ছোট করে দেখে এগুলো হবি, হতে হবে, হতেও পারিস আল্লাহ পাক দিবেন, যদি দেন,দিতে পারেন, দিতেও পারেন সহ ইনকাম নিয়ে যত কিছুই মনে আসে কি কারনে ?
৬।আমার মনে আসে যে আমি কোনো ইনকাম করতে পারবো না আমার বউ বাচ্চা ভিক্ষা করবে, পতিতা হবে বা অন্যের বউ হবে বাচ্চা কে মাসনা দিতে হবে আমার বাচ্চাকে মেথর রিকশা ওয়ালা প্রতিবন্ধি ভিক্ষুক মোট কথা আমার পছন্দের পাত্রের কাছে বিয়ে দিলে দীনদার হবেনা শুধু এরা দীনদার হবে।উপরের এসব বিষয় মনে আসে যে হতে হবে, হতেও পারে আল্লাহ পাক দিবেন, যদি দেন,দিতে পারেন, দিতেও পারেন সহ বউ বাচ্চা যত কিছুই মনে আসে কি কারনে । ভিক্ষুক বা পতিতা দেখলে মনে আসে আবার এমনিতে আসে ?