একটা প্লাটফর্ম আছে, যেখানে টাকা লেনদেন করলে প্রতিটা লেনদেনের উপর একটা নির্দিষ্ট পারসেন্টেজ ফিস কাটে। (কিছুটা বিকাশের মতো, যেমন হাজারে ২০ টাকা) তারা সুদ ফ্রি লোনও দেয়। কিন্তু সেই লোনের টাকা শুধু তাদের প্লাটফর্মেই খরচ/লেনদেন করা যাবে, বাইরে নেওয়া যাবে না। এই লোন নেওয়া কি জায়েয হবে?
যেহেতু সুদমুক্ত তাই ভেবেছিলাম, এটা হালাল। কিন্তু একজন বললো, ইসলামে দুই ধরণের লোন হয়। ১. কর্জে হাসানা আর ২. কর্জে রিবাঈ।
তার ভাষ্যমতে কর্জে হাসানা হলো এমন লোন যেটাতে কোন বেনিফিট আশা করা হয়না। কোনরকম সুযোগ- সুবিধা পাওয়ার নিয়ত ছাড়াই লোন দেওয়া হয়। এছাড়া সব কিছুই কর্জে রিবাঈ। এখন যেহেতু এই প্লাটফর্ম সুদমুক্ত লোন দিচ্ছে এই শর্তে যে, শুধু তাদের প্লাটফর্মেই লেনদেন করতে হবে, টাকা বাইরে নেওয়ার কোন সিস্টেম নেই। আর তাদের প্লাটফর্মে লেনদেন করলে তারা ফিস কাটবে। এটা তাদের লাভ। তাহলে এটা তো কর্জে হাসানা হলো না, যেহেতু এখানে তাদের প্রফিট আছে। — এই কথাটা কি সঠিক? আমি জানতে চাচ্ছি, এই লোন নেওয়াটা হালাল হবে কিনা? জানাবেন প্লিজ