ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عن عبد الله بن عمر ، أن النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ نهى عن الوِحدةِ أنْ يبيتَ الرجلُ وحده أو يسافرَ وحده.
التخريج : أخرجه البخاري (2998) بنحوه، وأحمد (5650) واللفظ له
নির্জন কোনো ঘরে একাকী রাত যাপনের বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আছে, ‘নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো ঘরে একাকী রাতযাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। ’(আহমাদ, হাদিস নং: ৫৬৫০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একাকি ঘরে ঘুমানো নিষেধ। এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য।
চ্যাট জিপিটি একটি রোবট। যদিও সে অনলাইনে থাকা বিভিন্ন তথ্য জানে, তথাপি তার জ্ঞানও সীমিত। তার নিজস্ব কোনো বোধশক্তি নাই। সুতরাং এখান থেকে পরামর্শ গ্রহণ নির্বুদ্ধিতা বৈ কিছুই নয়। জায়েয নাজায়েয তো পরের বিষয়, সঠিক বুদ্ধিমান কখনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত চ্যাট জিপিট কে জিজ্ঞাসা করে নিতে পারে না।