বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি প্রত্যেক নামাযের পর নিম্নোক্ত এই দু'আটি পড়বেন।
আল্লাহ তা'আলা বলেন,
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।( সূরা ফুরকান-৭৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি এই দু'আটি পড়বেন। তাছাড়া আপনি সালাতুল হাজত পড়েও দু'আ করবেন। সালাতুল হাজত পড়ে দু'আ করলে সেই দু'আকে আল্লাহ অতিদ্রুত কবুল করে থাকেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1453
এবং সাধ্যানুযায়ী দান সদকাহও করতে পারেন।কিছুদিন স্বামী সংসার থেকে দূরে থাকুন, তাহলে সংসার কি জিনিষ! সেটা অনায়াসে বুঝে আসবে।