জাস্ট জানার উদ্দেশ্যে...ইসলামি দৃষ্টিকোন থেকে হালাল প্রোডাক্ট/এডুকেশনাল কন্টেন্ট এর মিউজিক/মেয়ের ছবি ব্যবহার এর হুকুম কি?
প্রোডাক্ট, এডুকেশনাল বা যেকোনো ভিডিওতে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক (ন্যাচারাল ছাড়া) ব্যবহার করা হয়, সেগুলো তো ইসলামে স্পষ্টভাবে হারাম বলা হয়, তাই না?
*তাহলে আমার প্রশ্ন হলো...*
ধরুন কেউ হালাল প্রোডাক্টের ব্যবসা করছে বা অনলাইনে পড়াচ্ছে, কিন্তু সে তার মার্কেটিংয়ের জন্য প্রোডাক্ট/লেকচারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা গান ব্যবহার করছে।
১...এক্ষেত্রে কি তার ইনকাম পুরোটা হারাম হয়ে যাবে?
নাকি শুধুমাত্র মিউজিক যুক্ত করার জন্য সে গুনাহগার হবে, কারণ প্রোডাক্ট তো হালাল—সে শুধু রিচ বা প্রচারের জন্য মিউজিক ইউজ করছে?
আরেকটি বিষয়...
অনলাইনে যারা পড়ান, তারাও রিচ বাড়ানোর জন্য স্যাড, মোটিভেশনাল, বা ডিপ্রেসড থিমে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন। তাদের পড়ানো হালাল এবং পরিশ্রমের কিন্ত প্রমোশন হচ্ছে মিউজিক দিয়ে। তাহলে
২..এখানে কি হালাল-হারাম মিক্সড হয়ে ইনকাম হচ্ছে।?
বা আমার কোচিং এর কোনো মেয়ে ফার্স্ট হওয়ার আমি তার ছবি ফেসবুকে পোস্ট দিলাম,এখন এই যে আমার পোস্টের মাধ্যমে মেয়েকে সবাই দেখলো।
৩..এতে কি আমার গুনাহ হচ্ছে না,বা এক্ষেত্রে কি করা উচিত?
তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে শরীয়াহ কী বলে?
বি.দ্র:
ইসলামে পাপ করা আর পাপ প্রমোট করা—দুটোই সমান গুনাহ।
যেমন ধরুন, আমি আমার প্রোডাক্টের ভিডিওতে এমন একটি গান বা টোন ব্যবহার করলাম, যেটা আপনি আগে কখনো শোনেননি। আপনি আমার ভিডিও দেখে সেই গান ইউটিউবে সার্চ দিয়ে শুনতে লাগলেন।
তাহলে আমি তো আপনার এই গুনাহের কারণ হয়ে গেলাম, তাই না?
আপনি গান শোনার সুযোগ পেলেন আমার ভিডিওর মাধ্যমে—সেই হিসেবে আপনার গুনাহের অংশ আমিও পাবো।