আসসালামু আলাইকুম হুজুর। আমি একজন স্টুডেন্ট। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে,,,কিন্তু দুনিয়াবি নিয়তে না। তারজন্য পড়াশুনা করছি। কিন্তু যদি পারিবারিক কোনো সমস্যা না থাকে,,,, ফিতনার বিষয় আসে আমি গৃহিণী হতে চাই। কিন্তু বারবার একটা প্রশ্ন আমার সামনে আসে,,,, যারা মুসলিমা যদি অধিকাংশ ই গৃহীনি হন তাহলে,, মেয়েদের জন্য মহিলা ডাক্তার তো কম পড়বে। কাপড়ের দোকানে এখন অনেক সময় মহিলা থাকে,ওখান থেকেসব ধরনের কাপড় কিনতে যতটা সহজ লাগে, একটা পুরুষ থাকলে তা খুবই আনইজি বিষয়,, বাসায় এসে পড়ানো টিচার টা মহিলা হলেই সেইফ,,,তাহলে এসব বিষয়গুলো কিভাবে সমাধান হবে,, যদি মেয়েরা চাকরি না করে,,,,, আবার চাকরি করলে নিজের ফিতনার,, বা পর্দার সমস্যা হবে। এই দুইটা জিনিস তো কন্ট্রাডিক্টরি। এবিষয়ে ইসলাম এ কি সমাধান আছে?