আমার ধারনা হয় এগুলো ইসলাম আল্লাহ পাক রাসুল সাঃ সম্পর্কে খারপ কিছু মনে আসে আমি সয়তান কে উদ্দেশ্য করে বলি গালি দেই আরকি কুত্তার সয়তান, লাতির সয়তান, হোগার সয়তান, জুতার সয়তান, হাগার সয়তান, ঘুয়ের সয়তান, লাতুর সয়তান।আরও য়ার, য়ের, য়ুর ইত্যাদি সম্পর্কিত বলি। এখন সয়তান তো আল্লাহ পাক এর সৃষ্টি এখন উপরের এইসব বলার দ্বারা আল্লাহ পাক কে গালি দিলাম নাকি শানের খেলাফ কিছু করলাম কিনা এইসব কথা মনে আসে। আমি কি ইমান চলে যাবে এরকম কিছু করছি আর এরকম ইসলাম আল্লাহ পাক রাসুল সাঃ সম্পর্কে খারাপ কিছু আসলে কি করনীয়।
২।একবার মনে মনে বলতেছিলাম কুত্তার চেয়ে খারাপ সয়তান মনটা বাহিরের দিকে দিয়ে বলি একটা কুত্তা বাহিরে ছিলো এই কুত্তার কথা বলছি। তারপর মনে আসলো আল্লাহ পাক এর নাম এরপর মনে হল আল্লাহ পাক কে নাকি বললাম কারন হলো এই কুত্তার চেয়ে যখন বলছিলাম তখন মনে আল্লাহ পাক এর নাম যখন আসছে তখন মনে আল্লাহ পাক কে কুত্তা বলছি নাউজুবিল্লাহ এখন আমার ইমানে সমস্যা হবে কি?
৩।আমি প্রশ্ন করার সময় চিন্তা ভাবনা করে প্রশ্ন করতে গেলে আমার মনে হল ইমান চলে যাওয়ার মত মনে আসছে তাহলে আমার ইমানে সমস্যা হবে কি