আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম।

ঢিলা কুলুপ ব্যবহার করা সম্পর্কে জানতে চাই।পানি ব্যবহার করায় কি যথেষ্ট নাকি কুলুপ ব্যবহার করতে হবে? পুরুষের কি কুলুপ ব্যবহার আবশ্যক?আর মহিলাদের ক্ষেত্রে কি তিনবার কুলুপ ব্যবহার করতে হবে? কুলুপ ব্যবহার না করলে নাকি নামাজ ভেসে বেড়ায় এরূপ কথা কি হাদিসের আলোকে সত্য?

পুরুষদের ও মহিলাদের জন্য কুলুপ করার পদ্ধতি কি আলাদা? পুরুষদের ও মহিলাদের জন্য কুলুপ ব্যবহার করার পদ্ধতি কি?কেউ যদি কুলুপ ও পানি উভয় ব্যবহার করে তবে সে পদ্ধতিটি কি?

1 Answer

0 votes
by (668,070 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাটাহাটি করাটা একটি জরুরত পর্যায়ের বিষয়।পবিত্রতা অর্জন করার একটি সুক্ষ্ম পদ্ধতি।
যা ওয়াজিব বা জরুরী কিছু নয়।তবে ভালভাবে পবিত্রতা অর্জন করা কিন্তু ওয়াজিব। তা যেভাবেই হোক না কেন।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5917

শুধুমাত্র টিস্যু ব্যবহার করে কি পবিত্রতা অর্জন করা যাবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2151

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু পেশাব এমন বস্তু। যার ছিটা শরীরে লাগলে কবরের আযাব হয়ে থাকে। আর হাদীসেও লজ্জাস্থানকে ঝেড়ে পবিত্র করার কথা এসেছে। তাই যাদের পেশাব করার পর পেশাবের ছিটা ফোটা ফোটা করে পড়ে, তাদের উচিত যেকোনো ভাবে পেশাব থেকে বেছে থাকা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/30563


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পানি ব্যবহার করার পর কুলুপ ব্যবহার করা মুস্তাহাব।  পুরুষের জন্য কুলুপ ব্যবহার আবশ্যকীয় নয়। মহিলাদের ক্ষেত্রেও তিনবার কুলুপ ব্যবহার করা পুরুষদের মতই। কুলুপ ব্যবহার না করলে নামাজ ভেসে বেড়ায়, এরূপ কথা কোনো হাদিসে আমরা পাইনি।

পুরুষ ও মহিলা কুলুপ ব্যবহারের পদ্ধতিতে কোনো পৃথকতা নেই বরং সমান। পুরুষ ও মহিলা সবার জন্যই তিনটি কুলুপ ব্যবহার করা মুস্তাহাব। কেউ যদি কুলুপ ও পানি উভয় ব্যবহার করে তবে সেটা অবশ্যই উত্তম  পদ্ধতি।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 337):
"وقال في شرح المنية: ولم أر لمشايخنا في حق القبل للمرأة كيفية معينة في الاستنجاء بالأحجار. اهـ. قلت: بل صرح في الغزنوية بأنها تفعل كما يفعل الرجل إلا في الاستبراء فإنها لا استبراء عليها، بل كما فرغت من البول والغائط تصبر ساعةً لطيفةً، ثم تمسح قبلها ودبرها بالأحجار، ثم تستنجي بالماء اهـ"


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...