আসসালামু আলাইকুম
সম্মানিত শাইখ,
অনেকসময় নামাজে তাশাহুদ পড়তে পড়তে মনে হয় কোনো অংশ হয়তো সঠিক ভাবে পড়া হয়নি তাই আমি ওই অংশ আবার রিপিট করে পড়ি ।
১.তাশাহুদের কোনো অংশ এভাবে রিপিট করে পড়লে কি সাহু সিজদাহ দিতে হবে?
২.যদি সাহু সিজদাহ দেওয়ার পরেও আবার ভুলক্রমে সাহু সিজদাহর পরে তাশাহুদ পড়ার সময় আবার কিছু অংশ রিপিট করি তাহলে কি নামাজ হবে ?
৩.সাহু সিজদা দেওয়ার পর ১ নাকি ২ টা সিজদাহ দিলাম এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়?
জাযাকাল্লাহু খইরন সম্মানিত শাইখ