আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
২)কেউ স্বপ্নে নিজেকে হজ্জ করতে দেখা, ক্বাবা ঘরে টাকা দান করতে দেখার অর্থ কি হতে পারে?
৩) জাদুর বান কাটানোর জন্য কি করনীয়? প্রস্তাব আসে কিন্তু কুফু অনুযায়ী দ্বীনদার পাত্রের প্রস্তাব আসে না।জেনারেল ভালো চাকরিজীবী পাত্রের প্রস্তাব আসে।
৪)বিয়ে বন্ধের যাদুগ্রস্থ এক বোনের মা স্বপ্নে দেখে তার মেয়ের১৯টা জাদুর গীট আছে। দোয়া করতে বলছে।এমতাবস্থায় মা,মেয়ে হতাশ।দোয়া কালাম পড়তে ভুলে যায়। কি করনীয়
মাথা র মধ্যে হাটে। বের হতে পারে না। দীর্ঘ দিন রুকিয়াহ চলমান।রাকিরা বারবার সরাসরি সেশন নিতে বলে।না গেলে মেসেজ দেখে চুপ থাকে।
৫),অনেকে নাম্বার স্কিপ করে বিদেশি নাম দিয়ে নিজের মতো বা বিদেশি বায়ারের দেয়া নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে অনেক জিমেইল আইডি তৈরি করে। এরপর ওগুলো আবার বায়ারের দেয়া আউটলুক বা রিকভারি জিমেইল আইডি দিয়ে রিকভার করে বায়ারকে দেয়।এরপর বায়ার কাজের পরিমানের উপর নির্ভর করে টাকা দেয়।এক্ষেত্রে বায়ার নিজে জিমেইল আইডির নাম,পাসওয়ার্ড,রিকভারি জিমেইল আইডি দিয়ে দেয় আবার কখনো নাম, পাস নিজের মতো করে দিতে বলে।আমার অনেক পরিচিত বোনদের এ কাজ করতে দেখেছি। এখন এরকম কাজ করে ইনকাম করা কি জায়েজ হবে??