আমার স্ত্রী আমাকে আজকে বলতেছে, এইযে অনেক সময় কোনো মেয়ের বিয়ের পর স্বামীর পরিবারে অনেক উন্নতি হয়। আবার কখনো অবনতি হয়, তখন অনেকে বলে লক্ষী বা অলক্ষী বউ এই ব্যপারে তোমার কি ধারনা?
আমি বললাম এইগুলা তো তকদিরের আলাদা বিষয়। সবার তকদির আলাদা।
তখন সে বলে, আমি জন্মের পর থেকেই আমাকে নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে, যখন আমি জন্ম নেই তখন আমার বাবাকে আলাদা করে দেয় পরিবার থেকে, আমার ভাই বোন ভালো ইনকাম করলেও আমি কখনো পারি নাই, তোমার সংসারে আসার পরেও তোমার উন্নতি নাই। সে বলতে চাচ্ছে তার তকদির খারাপ এবং তার খারাপ থাকায় আমারো উন্নতি হচ্ছে না।
এইরকম ধারনা রাখা কি সঠিক? তার এই কথায় কি কুফর হবে?