ঈদের দিন কাতারে কাতারে কালেকশন করা কি জায়েজ?টাকা তারা জোরপূর্বক/ বাধ্যতামূলকভাবে চাওয়ার পরও টাকা না দিলে কি গুনাহ হবে?ইসলামে তো এভাবে টাকা আদায় করা জায়েজ নেই আমার জানা মতে,,,বলে যে,,, ভিআইপি লোকদের জন্য সুন্দর ব্যবস্থা করতে হইছে, সুন্দর প্যান্ডেল টানানো হইছে,এত টাকা খরচ,এরকম কথা বলছে,,, আমার কাতারে এসেছিল কিন্তু আমি সেইসময় দিই,,পরে বলতাছে সব কাতারে গেছে নাকি?যাদের কাতারে যায় নাই তার মানে এই না যে আপনি বেচে গেলেন,,আপনার আর দিতে হবে মা,সামনে এসে দিবেন,,,এরকম টাইপের কথা বলছে,,,এখন করণীয় কি?