আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম, কিছু ইসলামিক ওয়েব পোর্টাল ও বই থেকে জানতে পারলাম, সুদী লোন নিয়ে বাড়ি বা ব্যবসা নির্মাণ করা হারাম কিন্তু তৈরি বাড়ি বা ব্যবসা ব্যবহার করা বৈধ।
মুহতারাম, বিনয়ের সাথে বলতে চাই যে, এর দ্বারা কি সুদের প্রসার আরো বাড়বে না?
১. ব্যাংকের প্রদানকৃত লোনের টাকা তো বিভিন্ন হারাম উৎস থেকে উপার্জিত, তাহলে হারাম টাকা দিয়ে নির্মিত বাড়ি বা ব্যবসা হারাম হবে না কেন?
২. অজুহাতপ্রিয় মানুষ তো তার প্রয়োজনের সময় ও করযে হাসানা না পেলে লোন নেওয়ার ক্ষেত্রে এই বলে নমনীয়তা দেখাতে পারে যে, লোন নেওয়া তো আমার ব্যক্তিগত সীমিত সময়ের জন্য গুনাহ, পরে আমি তাওবা করে নেব, কিন্তু লোনের মাধ্যমে করা বাড়ি বা ব্যবসা তো আমার ও আমার পরিবারের জন্য ব্যবহার করা বৈধ।