আসসালামু আলাইকুম,,,
আমরা বাসা শিফ্ট করার সময় নতুন বাসায় একটা তাসবিহ পাই, আগে যারা ছিলো তারা রেখে গেসে ভেবে ওইটা আর ফেলি নাই, অনেকদিন ধরেই তাতে তাসবিহ পড়তেসি, কিন্তু সেই তসবিহ এর সুতায় অনেক গুলো ছোট ছোত গিট দেওয়া একবারে অসংখ্য জায়গায়, সুতা তো ছিড়া না তাও এতো গিট দেওয়া এটা কি কোন সমস্যার কিছু? আম্মু এসব দেখে তসবিহ ফেলে দিসে কিন্তু এখন খেয়াল করলাম ওটা নিচে পড়ে নি আমাদের বাসার জানালার সাথেই সানসেট এর মধ্যে আটকে আছে। এখন কি সেখান থেকে তুলে ঠিক ভাবে ফেলতে হবে? নাকি কোন প্রব্লেম নাই।