জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত,
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2091
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
(০১)
আল্লাহ তা'আলার ঐ সমস্ত আসমায়ে হুসনা(সুন্দর সিফাতি নাম সমূহ) যা আল্লাহ তা'আলার সত্বাগত(জাতি)নাম সমূহের মধ্য থেকে একটি।
অথবা যে আসমায়ে হুসনা শুধুমাত্র আল্লাহ তা'আলার সিফাতে মাখছুছ(বিশেষত সিফাত) অর্থে ব্যবহৃত হয়।সেই আসমায়ে হুসনা সমূহকে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ব্যবহার করা জায়েয হবে না। বিস্তারিত জানুন- 463
তবে সেই নাম বা সিফাতের দিকে কোনো নামকে সম্বন্ধ করে নাম রাখা জায়েয আছে।যেমন আব্দুর রহমান।এখানে আবদ অর্থ গোলাম।যাকে রহমান সিফাতের দিকে সম্বন্ধ করা হয়েছে।
আপনার বর্ণনাকৃত নাম,'মাহি আপন' এখানে সম্বন্ধ করা হয়নি,তাছাড়া এ আকৃতির নামের অর্থ কি হতে পারে,সেটাও পরিস্কার নয়।তাই এ রকম নাম রাখা জায়েয হবে না।
مُطِيع [طو ع]
[মুতী']
অনুগত
বাধ্য
বশীভূত
বিশ্বস্ত
নমনীয়।
মতিউর রহমান এর অর্থ হবে আল্লাহর অনুগত।
★সুতরাং রহমানের সাথে সম্বন্ধযুক্ত করে মতিউর রহমান নাম রাখা যাবে। তবে মাহি রহমান আরবী ব্যাকরণগত ভাবে বিশুদ্ধ হবে না।
(০২)
আবদ আরবী শব্দ।যার অর্থ হল,গোলাম।
আল্লাহর নাম নয় এমন কোনো শব্দের সঙ্গে গোলাম বা আব্দ (বান্দা, দাস) শব্দ যুক্ত করে নাম রাখা হারাম। (হাশিয়াতু ইবনে আবেদীন : ৫/২৬৮)
যেমন—আব্দুশ শামস (সূর্যের দাস), আব্দুল কামার (চন্দ্রের দাস), আব্দুল মোত্তালিব (মোত্তালিবের দাস), আব্দুল কালাম (কথার দাস), আব্দুন নবী (নবীর দাস), গোলাম রাসুল (রাসুলের দাস), গোলাম নবী (নবীর দাস), আব্দুল আলী (আলীর দাস), আব্দুল হোসাইন (হোসাইনের দাস), গোলাম মুহাম্মদ (মুহাম্মদের দাস), গোলাম আব্দুল কাদের (আব্দুল কাদেরের দাস) ইত্যাদি।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আল্লাহর নাম নয় এমন কোনো শব্দের সঙ্গে আব্দুল/আব্দুর যুক্ত করা যাবেনা।
শুধুমাত্র মহান আল্লাহর নাম বা তার কোনো ছিফাতি নামের সাথে আব্দুল/আব্দুর যুক্ত করা যাবে।
(০৩)
হ্যাঁ, যাবে।
তবে এটি দ্বারা কোন এলাকায় কাদিয়ানীর দিকে সম্বন্ধ করা হয়ে থাকলে বা এর দ্বারা কাদিয়ানী গোষ্ঠীর দিকে কোন এলাকায় সম্বন্ধ করা হয় বলে চালু থাকলে, সেই এলাকাবাসী কেউ এ নাম রাখবে না।