আস সালামু আলাইকুম মুফতি সাহেব।
১/শিরক থেকে কি বড় কোন গুনাহ আছে?
২/সব গুনাহ কি তওবায় মাফ হয়?
৩/এমন কি গুনাহ আছে যে তওবায় মাফ হবে না
৪/কারো আমল নামায় যদি হাজার হাজার শিরক কুফরির গুনাহ থাকে কিন্তু ঈমান নিয়ে মারা যায় সে কি কখন ও জান্নাতে যেতে পারবে?
৫/যদি কোন বাক্তি হাজার হাজার শিরক কুফরি করে ,কুফরি গুলো যেমন আল্লাহ কে রাসূলে কে কটুক্তি বাজে কথা বলা,ইসলাম কে কুরআন কে মসজিদ কে অবমাননা করা এই রকম হাজার হাজার কুফরি করলে কি তওবার ঈমান নবায়নের সুযোগ আছে।