আসসালামু আলাইকুম, শায়েখ। আমি একজন মেয়ে। আমি কোনো গুনাহ করলে বা ভুল কোনো কাজ করলে, কারো সাথে খারাপ ব্যভার করার মাধ্যমে তার হক নষ্ট করলে সাথে সাথেই বা একটু পরে কিংবা জীবনে কোনো এক সময় অবশ্যই টের পাই যে আমি কাজটা ঠিক করি নি, ঐ কাজের জন্যই হয়তো আমাকে এই এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনুশোচনা বোধের কারণে আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না। বার বার সেই পুরানো ভুল বা গুনাহের জন্য অনুতাপ করি, নিজেকে কষ্ট দিই। নিজেকে এই কষ্টের জন্য বা আল্লাহর দ্বারা পরীক্ষার মাধ্যমে শাস্তির যোগ্যই মনে হয়। কোনো কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারি না। বারংবার সেই কথা মনে পড়ে। এমতাবস্থায় কি আমার রব আমাকে ক্ষমা করবেন? আমি কী করতে পারি এজন্য? অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন।