আসসালামু আ'লাইকুম।
আমার গত কয়েকমাস ধরে পিরিয়ডের আগে কয়েকদিন তুলাতে সাদা রংটা হালকা বদলাতে দেখতাম। এবার পেটব্যথা করায় তুলা দিয়ে অনেকদিন আগেই চেক করে ফেলি প্রায় রং ছাড়া সাদার কাছাকাছি রং। নরমালি এমন রং দেখা গেলে ৪-৫ দিন পরেই পিরিয়ড শুরু হয়৷ এবার দেখার পরে শুরু হয়না৷ পরে অষুধ খেতে থাকি। কিন্তু এগুলোর একদিনও সাদা ছাড়া অন্য কোনো রংয়ের রক্ত বাইরে বের হয়নি। শুধু রাতের দিকে তুলা দিয়ে ভিতরে ঢুকালে সাদা স্রাব লেগে থাকত। পরে আরো ভিতরের দিকে ঢুকিয়ে জোরে ঘষা দিলে মনে হত সাদাটার সাথে হালকা লালচের মত মিশে আছে৷ নিশ্চিত না, কিছুটা নিশ্চিত। কিন্তু একবারও বাইরে অন্য রংয়ের কিছু বের হতে দেখিনি এই কয়দিনে। এই সমস্যার জন্য এই দশদিনের মাঝেই পিরিয়ড শুরু করার জন্য নিয়মিত অষুধ খাই কিন্তু কাজ হয়নি বরং পেটব্যথা সমস্যা সব বাড়তে থাকে। এর মাঝে দুই একদিন যায় যখন আমি তুলা দিয়ে রাতে চেক করিনি যে ওইদিনের তুলাতেও লালচে লাগে কীনা৷ এভাবে দশদিন যায়, আজ দশদিন শেষ হলো আর সত্যিকার পিরিয়ড শুরু হয়েছে। এখন খুব বেশি স্রাব যাবে সবসময়ের মত সম্ভবত৷ এখন কি এটাকে ইস্তেহাজা ধরেই নামাজ পড়ব, নাকী ফাঁকফোকর দিয়ে কোনো সুযোগ আছে? আসলে প্রথমদিন এত বেশি পেট ব্যথা আর স্রাব যায় যে কিছু করতে পারিনা। কিন্তু এগুলো নিয়ে বাসজার্নি করতে হবে। জানি এটার ইস্তেহাজা হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু এরপরেও কোনো সুযোগ কি নেই?