আসসালামু আলাইকুম
১.আমার হাজবেন্ডের কাছে যিলহজ মাসে ২ লাখ টাকার মত থাকবে ইনশাআল্লাহ,, তিনি মানুষের কাছে আরো ৩লাখ ৫০ হাজার টাকার মত পান,,ওনার উপর কি কুরবানী ওয়াজিব?
২.একই পরিবারের দুইজনের উপর কুরবানী ওয়াজিব হলে,, তারা তাদের চাচার সাথে যদি ভাগে কুরবানী দেয়,,তাহলে এক ভাগের টাকা চাচা দিবেন,অন্য ভাগ একই পরিবারের দুই ভাই মিলে টা দিবেন,,এতে কি তাদের কুরবানি সহীহ হবে?নাকি সমান তিনভাগ দিতে হবে?
৩.আমার এক ভরি মত গোল্ড এবং দুইশত টাকা জমানো আছে,আমার ১৩০ হাজার টাকা রিন রয়েছে(এই টাকা আমার বাবাকে এনে দিছিলাম অন্যদের থেকে,তবে এই টাকা আমাকেই পরিশোধ করতে হবে)
এখন আমার উপর কি কুরবানি ওয়াজিব হয়েছে?