আসসালামু আলাইকুম
আমি চাকরী করতে চাই নি,তাই সেটা আমার স্বামীকে বলছিলাম।।কিন্তু আমার শ্বশুর আমার মাকে কল করে বলে চাকরী না করলে কি করে বাচবো,, আমার নিজের চলা যেন নিজে চলি এগুলো বলছে।।।
এই কথার প্রক্ষিতে প্রায় ২ বছর পর আমি আজ আমার স্বামী বলতেছি আপনার বাবা আমার মাকে এই কথাটা কিভাবে বললো,,ওনার তো কোন রাইট নাই বলার।।।কিন্তু আমার স্বামী তার বাবার কথাটাকে সঠিক মনে করতেছে।।
তাই আমি তার কথার প্রেক্ষিতে বলছি আমার যদি চাকরী করেই খেতে হয় তাহলে জামাই দিয়া কি করবো।যদি নিজের দ্বায়িত্ব নিজে নিতে হয় তাহলে জামাই দিয়া কি কবরো।।তখন আমার স্বামী বলছে-__শেষ জামাই গেছেগা!।।তার এই কথার প্রসঙ্গে নাকি আমিও বলছি হুম গেছেগা
,কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বলছি জামাই দিয়া কি করবো।। জামাই গেছেগা এটা আমি মিন করে বলি নি।।
কিন্তু আমার এই কথার প্রসঙ্গে আমার স্বামী বলছে শেষ জামাই গেছেগা।
আমার স্বামী বলে সে নাকি তালাকের নিয়তে বলে নি।।সে বলে তালাকের নিয়তে কেন বলবো