বর্তমান প্রেক্ষাপটে ইসলামে চুরির সঠিক বিধান কি? অর্থাৎ ঠিক কি পরিমাণ সম্পদ চুরি করলে কিংবা কি ধরনের চুরি করলে (ছিনতাই,ডাকাতি,পকেটমার বা ঘরের আসবাবপত্র চুরি কিংবা গোপনে কারো টাকা/গহনা চুরি) চোরের হাত কেটে দেওয়ার বিধান কার্যকর হবে? আবার যে জীবনে শুধু একবার চুরি করল আর যে প্রফেশনাল চোর তাদের ব্যাপারে কি বিধান? ছিচকে চোরের বিধান কি? মানে যারা রাস্তা ঘাটে অল্প টাকা চুরি করে আবার যেসব মহিলারা মানুষের বাসায় দামী কিছু দেখলে চুরি করে?