আস সালামু আলাইকুম হুজুর,
আমি আমার বিবি সহ ঢাকার কোন জায়গায় থাকি মাঝে মাঝে আমার বিবি আমাদের দেশের বাড়িতে থাকে আমি চাকুরির জন্য ঢাকায় থাকি আমার বিবি ওদের বাড়িতে বেড়াতে গেছে।
আমি আমার কলিগকে কয়েকদিন যাবত বলতেছি, ভাই আমার শরীর দুর্বল লাগতেছে, ঘুম কম হচ্ছে।
গতকালকে আমি আমার শশুর বাড়ি ছিলাম। আজকে সেখান থেকে অফিসে আসছি।
আমার সেই কলিগ আজকে জিজ্ঞেস করতেছে কি কখন গুমাইছ গত রাতে? আমি বললাম প্রায় রাত বার টার দিকে ঘুমাইছি। পরে বলে তোমার নাকি ঘুম কম হয়, এতো দেরিতে ঘুমাইছো কেন?
আমি ওই ভাই কে বললাম, বউ বাচ্চা থাকলে তো ঘুম একটু কম ই হয়। (আমি বুঝাইছি বউ বাচ্চা কাছে থাকলে তো ঘুম একটু কম ই হয়)
তখন ই আমার মনের মধ্যে চিন্তা আসতেছে, আমার কথার দ্বারা কি এইটা বুঝাইলো, যখন বেশি ঘুম হয় বা একটু আগে ঘুমাই তখন কি বউ বাচ্চা থাকে না? আমার কলিগকে এই ভাবে বলায় কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?
আমি তো খারাপ কিছু চিন্তা করে আমার কলিগকে উক্ত কথা বলি নি। আমার কলিগকে আবার বলালাম, আমি যা বুঝাতে চেয়েছি, যে, বউ বাচ্চা কাছে থাকলে তো ঘুম একটু কম ই হয়।
আবার ভাবলাম, বউ বাচ্চা কাছে থাকলেও তো অনেক সময় তাড়াতাড়ি ও ঘুমাই।
পরে আবার কলিগ কে বললাম, অনেক সময় তাড়াতাড়িও ঘুমাই শরীর এর অবস্থা বুঝে। বউ বাচ্চা কাছে থাকলে। বউ বাচ্চা কাছে থাকলে অনেক সময় তাড়াতাড়িও ঘুমাই।
এভাবে কথা বলায় কি কোন সমস্যা হবে?