আসসালামুয়ালাইকুম
সম্মানিত মুফতি সাহেব
আমার জানার বিষয় হলো,ইউরোপের অনেক স্থানে এমনভাবে কুরবানির গরু কেনাবেচা করা হয় যে,কুরবানিদাতা পশুর ফার্মে যায়।ফার্মে যাওয়ার পর একটা পশু/গরু পছন্দ করে।পছন্দ করার পর ফার্মের পক্ষ থেকে কুরবানিদাতাকে কুরবানির পশুর আনুমানিক ওজন বলা হয়।প্রতি কেজি কত করে সেটাও বলা হয়।কিন্তু জবাইয়ের পূর্বে এটাকে মাপা হয় না।ফার্মেই জবাইয়ের পর রক্ত,নাড়িভুড়ি,বর্জ্য ফেলে দিয়ে শুধু স্বতন্ত্র গোশত ওজন করা হয়।যত কেজি গোশত হয় সেই অনুযায়ী পশুর মূল্য পরিশোধ করতে হয়।কুরবানিদাতার নিকট শুধু গোশতই বিক্রি করা হয়।এরূপ ক্রয় বিক্রয় সহীহ হবে কিনা?