ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) খোলা তালাকের পরও ইদ্ত তিন হায়েয।
(২)
যে মহিলা নাবালক বা অতিশয় বৃদ্ধ হওয়ার দরুণ হায়েয থেকে নিরাশ নয়, এমন মহিলাকে হায়েয দ্বারাই ইদ্দত গণনা করতে হবে। প্রতি মাসে হায়েয না আসলেও তাকে হায়েয দ্বারা ইদ্দত গণনা করতে হবে। যদি কোনো মহিলার হায়েয আসতে দেড়ী হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/118718
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ মহিলার ইদ্দত যেহেতু তিন হায়েয তাই তার এখনো ইদ্দত শেষ হয়নি, সুতরাং এমতাবস্থায় অর্থাৎ কোথাও বিয়ে হলে, সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না।
(৩) ইদ্দত সমাপ্ত করে তারপর নতুনভাবে বিয়ে করতে হবে।