মায়ের উপর কুরবানী ওয়াজিব। যাকাতও ফরজ।
২ লাখ + টাকা ব্যবসায় খাটানো আছে আর স্বর্ণও আছে।
কিন্তু, ছেলে মাকে কিছুতেই রাজি করাতে পারছে না কুরবানির জন্য। ছেলে বলেছে, সে কিছু টাকা দিবে তবু মা রাজি না। দ্বীনের বুঝ নেই তেমন তার।
এখন কুরবানির পশু কেনা, ছুরি কেনা, লোক ঠিক করা মজুরি দিয়ে আবার বাড়িতে যাওয়া বউ বাচ্চা নিয়ে বেশ অনেকটা খরচের ব্যাপার। ছেলের এতটা সামর্থ্য নেই যে সে নিজের টাকা দিয়ে মায়ের কুরবানীটা দিয়ে দিবে। তবে, হয়তো ঋণ করে দিতে পারবে।
এখন ছেলের করণীয় কি?
ঋণ ধার করে যেভাবেই হোক মা কে কুরবানী দেওয়াবে?
নাকি মাকে তার অবস্থার উপর ই ছেড়ে দিবে?