নুয়াইম বিন হাম্মাদের লেখা কিতাব আল-ফিতানের মাত্র ১৬৮ টি হাদিস সহি। এই বইয়ের অন্যান্য বর্ণনা বা হাদিসগুলো তাহলে কি হবে? জয়ীফ নাকি অন্য কোন ধরনের হাদিস? কিতাব আল ফিতানের বর্ণনা বা উদ্ধৃতি গুলো ব্যবহারের ক্ষেত্রে ইসলামের নির্দেশ কি? আশার (হাদিস) কি? নুয়াইম বিন হাম্মাদের লেখা কিতাব আল-ফিতান এর বর্ণনাগুলোকে কি বলা হবে - আশার নাকি জয়ীফ হাদিস? এগুলো কি গ্রহণযোগ্য?