ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কিছু সংখ্যক মুহাদ্দিসের দৃষ্টিতে তিনি যেহেতু অগ্রহণযোগ্য ও দুর্বল-এমনকি তার বিরুদ্ধে হাদিস বানানোরও অভিযোগ পাওয়া গেছে (যেমনটি ইতোপূর্বে আলোচিত হয়েছে) সেহেতু তার বর্ণিত হাদিস গ্রহণ করার ক্ষেত্রে খুব সচেতন হতে হবে এবং সে বিষয়ে অন্যান্য প্রাজ্ঞ মুহাদ্দিসদের তাহকিক দেখতে হবে। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
নুয়াঈম বিন হাম্মাদ কর্তৃক রচিত প্রসিদ্ধি কিতাবুল ফিতান বইটি ব্যাপারে ইমাম যাহাবী বলেন:
قلت لا يجوز لأحد أن يحتج به، وقد صنف كتاب (الفتن) فأتى به بعجائب ومناكير
“আমি বলি, তার কথা দিয়ে দলিল পেশ করা কারো জন্য বৈধ নয় তিনি আল ফিতান নামক গ্রন্থ রচনা করেছেন কিন্তু সেখানে তিনি অদ্ভুত অদ্ভুত এবং প্রতিবাদ যোগ্য বিভিন্ন বিষয় এনেছেন।” সিয়ারু আলামিন নুবালা: ১০/৬০৯)