আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাদ।
সম্মানিত শায়েখ, আমার দেখা একটি স্বপ্ন এরূপ যে,
আমি আমার পরিবারের সবার সাথে বেড়াতে গিয়েছি।নিজ বাসায় অবস্থানের সময় আমি গায়ের মাহরাম থেকে পর্দার জন্য আলাদা রুমে অবস্থান করি। কিন্তু হঠাৎ করেই সবার সামনে আমার গায়রে মাহরামদের সামনে বেপর্দা অবস্থায় দেখা হয়ে যায়।আমি নিজের হিজাব খুঁজতে থাকি,নিজে আড়াল করার চেষ্টা করি কিন্তু কোনো ওড়না এবং হিজাব খুঁজে পাইনা।এই অবস্থায় আমি তাদের সাথে কথা বলতে থাকি যেন তারা মনে কষ্ট না পান।এমনকি গায়রে মাহরামও আমাকে বলতে থাকে তোমার হিজাব কোথায়?
উল্লেখ্য,বালেগা হওয়ার পর থেকে ঘরে বাইরে পর্দার খেলাফ করা হয়নি আলহামদুলিল্লাহ। বিশেষত, আলিম কোর্সে ভর্তি হওয়ার থেকে প্রায়ই এ স্বপ্ন দেখি।এই নিয়ে পাঁচবার দেখা হয়েছে মোটামুটি।এর কারণ কী উস্তায?যদি জানাতেন
জাযাকাল্লাহু খাইরান।