আমি অবিবাহিত। আমার বড় বোনের এক বছর হল বিয়ে হয়েছে। ৫ মাস আগে সে কনসিভ করে, আলহামদুলিল্লাহ। শুরূ থেকে সব নরমাল ছিল কোনো complicacy ছিল না আলহামদুলিল্লাহ।সপ্তাহ খানেক আগে আমি অনেকবার স্বপ্নে দেখি আমার বড় বোনের বিয়ে হচ্ছে।১ দিন আগে জানা যায় ওর baby র ৮ সপ্তাহের পর আর গ্রোথ হয়নি। কয়েকদিন পর test করে same result আসলে মিসক্যারিজ করতে হবে।
স্বপ্নের সাথে কি কোনোভাবে ঘটনাটা related?