আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাদ।
আমি আলিম কোর্সের একজন ছাত্রী।
সম্মানিত শায়েখ, আমি প্রায়ই স্বপ্নে দেখতে পাই কেউ আমাকে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করছে কখনো সে সফল হয় আবার কখনো খাওয়াতে পারে না।এরূপ স্বপ্ন কিছুদিন বন্ধ ছিল।
হঠাৎ কিছুদিন আগে আমি দুপুর ১২ টার দিকে ঘুমালে ঘুমের মধ্যে থাপ্পড়ের আঘাতের মতো প্রচন্ড আঘাত অনুভব করি এবং তৎক্ষণাৎ ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখি জায়গাটি প্রচন্ড লাল হয়ে ফুলে আছে। এরপর পর আমি রুকাইয়ার গোসল করি ।এর কিছুদিন পর থেকে আবার সেই দুপুর বেলা বা বিকালের দিকে একটু ঘুমালে স্বপ্নে কিছু খাওয়ানোর চেষ্টা করা হয় অস্পষ্ট ব্যক্তির মাধ্যমে।ভয়ে দুপুরে ঘুমানো ছেড়ে দিই। কিন্তু গত দুইদিন আগে বিকালের দিকে ঘুমিয়ে পড়ি এবং স্বপ্নে কেউ একজন আমাকে কেক জাতীয় কিছু খাওয়ায়। এবং আমি ঘুম থেকে উঠে যাই।
বিগত রাতে ফজরের আগ মুহূর্তে স্বপ্নে আমি দেখতে পাই আমি অন্ধকার ঘরে পড়াশোনা করছি ঠিক সেই সময় আমার মতো অবয়বধারী আমার পোশাক পরিধান করা কেউ একজন পিছন দিক থেকে দৌড় দেয়। এবং পর্দা দিয়ে মুখ আড়াল করে রাখে যখন আমি স্বপ্নে আমার আব্বু আম্মু কে নিয়ে তার চেহারা দেখার চেষ্টা করি,এতো বিদঘুটে, কুৎসিত,ভয়ানক চেহারা যে আমি স্বপ্নের মধ্যে প্রচন্ড ভয়ে ঘুম থেকে জেগে উঠি।
সম্মানিত শায়েখ, উক্ত প্রেক্ষাপটগুলো আমার সাথে ঘটার কারণ কী ? এগুলো কেন হচ্ছে? স্বপ্নে আমার কোন কিছু খাওয়া বা এরূপ আমার অবয়বধারী কুৎসিত দেখার ব্যাখ্যা,কারণ কী?জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, স্বপ্নের কুৎসিত চেহারা টি কোনো মানুষের ছিল না, কতগুলো প্রাণীর সমষ্টির মতো ভয়ঙ্কর ছিল।