আসসালামুয়ালাইকুম উস্তাদ।আমি প্রায় স্বপ্নে নিজের মৃত্যু দেখি।মানে এক্সিডেন্ট হয়েছে,সবাই মারা গিয়েছে,আমিও সেখানে আছি এমন।প্রতিবারই আমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি।
প্রায় সময় দেখি আমি পানিতে ডুবে গিয়েছি।ডুবার সময়ও আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি,ডুবে গেলেও মৃত্যু হয়না,বা মৃত্যু হয়েছে কিনা বুঝতে পারিনা কারণ কোনো কষ্ট অনুভব হয়না।আমি পানির নিচে ডুবে যেতে থাকি,আগের মতোই মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি।
আমি আল্লাহর কাছে হাকিকি শাহাদাহ চাই।পানিতে ডুবে মারা গেলে তো শহীদের সমান মর্যাদা পাওয়া যায় আমার জানামতে। কিন্তু আমি আল্লাহর জন্যই আমার জীবন উৎসর্গ করতে চাই।আমার কি করা উচিত?