আসসালামু আলাইকুম , কিছু প্রশ্ন,
১, বারযাখ জীববে ঈমানদার কি হালতে থাকবে, পাপী বা পাপহীন ব্যাক্তির কেমন অবস্থায় থাকবে। আমি একবার শুনেছিলাম, ঈমানদাররা সবুজ পাখির মত একে অপরের বাসায় বেড়াতে যাবে, তাদের বাসা হবে গাছের মধ্যে , এটা কি সত্যি ?
২. আমি সারাদিন সবকিছু আল্লাহর সাথে বলতে থাকি, ছোটো খাটো ব্যপার গুলোও। যেমন, আমার বাগান করার ইচ্ছা, তাই আল্লাহকে বলি, আল্লাহ আমি একটা সবজি বাগান করতে পারলে অনেক খুশি হতাম, তুমি কি আমাকে খুশি করতে চাও না? তাহলে একটা বাগান করার ক্ষমতা দাও। এইরকম বলা জায়েজ?
৩. রাতে ঘুমানোর আগের আমল গুলা করে, যেমন আয়াতুল কুরসি, তিন কুল এগুলা পড়ার পর সুরা মুলক পড়লে হবে? নাকি আগেই পড়তে হবে?
৪. টয়লেটে গিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলা যাবে? বা ইস্তেগফার করা যাবে?
৫. এক বর্ননায় পড়েছিলাম ইয়াহিয়া আ: সবসময়ই আল্লাহর ভয়ে অনেক ভীত থাকতেন এবং কান্না করতেন। তিনি কি শুধু ভয়ই পেতেন? আল্লাহর রহমত থেকে নিরাশ ছিলেন?
৬. প্রায়ই অজুর পরপর পিছনের লজ্জাস্থান থেকে বুদবুদ এর মতো হয়, আমি মোটামুটি ৯০-৯৫% নিশ্চিত এটা ভিতর থেকে গ্যাস আসে নি, কারন তা হলে আমি স্পষ্ট বুঝতাম, তাই নামাজ চালিয়ে যাই। এটা কি সহিহ? এই সমস্যা শুধু অজুর পরপর হয়।
৭. সুদি লোন নিয়ে কোনো বাড়ি কেনা হলে, ওই বাড়িতে থাকা বা ওই বাড়ি থেকে প্রাপ্য ভাড়া হারাম হবে?