আসসালামু আলাইকুম। আমরা দুই বোন, বাবা নেই। বাবার আরো ১০ কাঠা জমি ছিল। বাবা মারা যাওয়ার পর চাচা ফুফুরা সবটুকু সম্পদ আত্মসাৎ করে। আমরা যে ৩ কাঠায় থাকি সেখান থেকে আমাদের উচ্ছেদ করার জন্য মামলা করে। আমার মা বলে যে, তোমরা অন্য জমি থেকে নিয়ে হলেও আমাদের জমির উপর দাবী ছেড়ে দাও, তারা কথা শুনেনি। যেহেতু আমাদের ভাই নেই তাই তারা একাধিক মামলা করে এই জমি দাবী করে। উল্লেখ্য যে, তারা আছাবা হিসেবে অল্পকিছু অংশ নেওয়ার জন্য মামলা করেনি বরং পুরোটাই আত্মসাৎ করতে চাচ্ছে। তাই তারা বাটোয়ারা মামলার পাশাপাশি আরো কিছু মিথ্যা মামলা করে। এদিকে, এই ৩ কাঠাই আমাদের বেচে থাকার শেষ সম্বল।
(১) এখন আমার প্রশ্ন হলো, আমরা যদি ওদের কোনরকম ভাগ দিতে অস্বীকার করি তাহলে কি আমাদের গুনাহ হবে? কেননা, আমাদের বাড়িতে তাদের প্রবেশাধিকার দিলে আমাদের উপর নির্যাতনেরও প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া তারা আরো সম্পদ আত্মসাৎ করেছে, এটাও আত্মসাৎ করতে চায়।
(২) আমরা আল্লাহকে ভয় পাই। তাই যদি এই ৩ কাঠা থেকে ভাগ দিতেই হয় তাহলে তা তাদের দিয়ে দেওয়াই উত্তম মনে করি, কিন্তু এক্ষেত্রে হয়তো তাদের অত্যাচারের সম্মুখীন হতে হবে, কারণ তারা আমাদের বাড়িতে একবার আসতে পারলে আমাদের শান্তিপূর্ণ ভাবে থাকতে দিবে না। তাই আমরা যদি জমির বদলে টাকা দেই তাহলে কি হক্ব আদায় হবে?