السلام عليكم و رحمة الله و بركاته
১. বাংলাদেশের জালিম শাসক পালিয়ে যাওয়ার পর অনেকেই বিভিন্নভাবে তার ছবি/ভিডিও ফান পোস্ট হিসেবে শেয়ার করছে। তিনি একজন মহিলা এবং তার জন্যও পর্দার বিধান রয়েছে। এক্ষেত্রে তার ছবি/ভিডিও শেয়ার করলে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে?
২. স্বলাত পড়া, কুরআন পাঠ, জিকির করার পরও সবসময় মনে একটা অস্থিরতা বিরাজ করে। প্রতি মুহুর্তে মনে হয় আল্লাহ ﷻ আমার উপর নারাজ। এই নিয়ে টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাই। এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি আমল করা জরুরি?
৩. কোন উপায়ে স্বলাতে বেশি খুশু-খুযু ধরে রাখা যায়?
৪. আমি যদি কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান সম্পর্কে গীবতের উদ্দেশ্য ছাড়া অন্য কারো কাছে কিছু বর্ণনা করি বা নিজের অভিব্যক্তি প্রকাশ করি, তাহলেও কি এটা গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে? যেমন- কাউকে বললাম, "অমুক ইন্সটিটিউটে প্রথমে এটা এটা বলছিল, এখন এভাবে কাজ করতেছে না। অমুক আমাকে এটা দিবে বলছে, এখন দিচ্ছে না। "
৫.ধরুন আমার প্রতিবেশি আমাকে পেছনে একটা কটু কথা বলেছে। আমি বাসার অন্য কারো মাধ্যমে এটা জানতে পারি। পরে আমি তার সামনেই তাকে শুনিয়ে শুনিয়ে কিছু একটা বললাম, কিন্তু তিনি কথাটা খেয়াল করেন নি। বরং আমার পাশে থাকা আমার বাসার কেউ কথাটা শুনে ফেলেছে। এমতাবস্থায় কি গীবত হয়ে যাবে?
৬.বিড়াল প্লেট বাটিতে হিসু করলে তা পাক করার মাসআলা কি?
৭. যদি কখনো সন্দেহ হয়, কাপড়ে নাজাসাতে খফিফা লেগেছে, তাহলে তা ব্যবহার এর হুকুম কি?
৮.গতকাল আমি স্বপ্নে দেখি একটা সাপ আমাকে ছোবল দিয়েছে, আমি চিতকার করে সবাইকে বলছিলাম কিছু একটা করতে। আব্বু সাথে সাথে আমাকে একটা ঔষধ খাইয়ে দিলেন। স্বপ্নে বিষক্রিয়া হয়নি, তবে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। ভাইয়ারা সাপটাকে অনেক চেষ্টা করেও মারতে পারে নি। ওটা চলে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি?
৯. আরেকদিন স্বপ্নে দেখি একটা ভাল্লুক সাইজের বিড়াল আমাকে গলা টিপে মারতে আসছিল, স্বপ্নে সেটা আমার পায়ের কাছেই বসে ছিল। আমি নড়তে পারছিলাম না। পরে আয়তুল কুরসি পড়ে হাতটা একটু নাড়াতে সক্ষম হই। এরপর ওটা চলে যায়। আয়তুল কুরসি পড়লে ওটা থাকতো না, না পড়লে গলা টিপ দিতে আসতো। এভাবে স্বপ্ন ভেঙে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি?