আস্সালামুআলাইকুম।
কোনো মহিলা যদি (একান্ত প্রয়োজন ছাড়া )সহশিক্ষা আছে এমন কলেজে শিক্ষকতা করে, তবে সে যে বেতন টা পাবে সেটাও কী হারাম হবে? এছাড়া বিভিন্ন উৎসব ভাতা, পরীক্ষায় ডিউটি করলে সেটা থেকে প্রাপ্ত টাকা, খাতা কাটার টাকা –এসব টাকাও কী হারাম হবে তার জন্য?
নাকি এক্ষেত্রে শুধু পর্দা না মানার গুনাহ হবে?