আসসালামু আলাইকুম মুফতিসাহেবগন।
ধরেন কোন মুসলিম সে কাফের হয়ে গেল ও।সে এক হাজার বার আল্লাহ কে নিয়ে রাসূল কে নিয়ে বাজে মন্তব্য করেছে কটুক্তি করেছে।কুরআনের শানে মসজিদের শানে ইসলামের শানে অবমাননাকর কথা কাজ করে ছে শত শত বার ,অই নিকৃষ্টতম জগন্যতম ব্যাক্তির কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে ।
১/অই জগন্যতম ব্যাক্তির কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে?
২/বিশ্বাসের সহিত কালেমা শাহাদাৎ পড়লে কি অই ব্যাক্তির ঈমান নবায়ন হয়ে যাবে?
৩/ঈমান নবায়ন করলে কি অই ব্যাক্তির অতিতের গুনাহ মাফ হয়ে যাবে?
৪/অই ব্যাক্তির করনিয় কি ?
দয়া করে কুরআন হাদিসের আলোকে উওর দিয়ে বাধিত করবেন ।