আসসালামু আলাইকুম উস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে আমি আমার বোনের থেকে হাদিয়া পেয়েছি একটা গোল্ডের চেইন আর আম্মু থেকে একটা গোল্ডের কানের দুল যার দাম আনুমানিক ১লক্ষে বেশি হবে, সাথে আমার কিছু রুপা আছে যার মূল্য ৫/৬ হাজার হবে আর আমার কাছে কিছু ক্যাশ আছে আমার নিজের জমানো, আমি একজন স্টুডেন্ট,আমার বয়স ২২, আমার আয়ের কোনো ব্যবস্থা নেই। আমি এখন জানতে চাচ্ছি আমার উপর কি যাকাত ফরজ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেটা হিসাব কেমন হবে?
জাযাকাল্লাহু খইরন উস্তাদ