আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
উস্তাদ,
# যদি ২রাকাত বিশিষ্ট নফল নামাজে তাশাহুদ বৈঠকে বসে সন্দেহ হয় যে, ১রাকাত হলো কিনা। তাহলে হুকুম কি? নামাজী কিভাবে নামাজ শেষ করবেন।
# কোন মসজিদে জামাত হয়ে যাবার পর যদি কয়েকজন একত্রে হাজির হয়। জামাত আকারে আদায় করতে চায়, তবে একামত দিবে কিনা।
# কোন লোক যদি টাকা কর্জে হাসানা নিয়ে আর না দেয়। ফেরত দেবার কোন আলামত না পাওয়া যায়, তবে হুকুম কি? দাতার সওয়াব জানতেএ চাই। আর, নিয়াত বদলে যাকাত হিসেবে বিবেচনা করা যাবে কিনা।
# মসজিদে নামাজ শেষে পেছনের কাতারে কেউ নামাজ আদায় করলে, অনেকে দীর্ঘ অপেক্ষা করে। এমনও দেখা যায়, খুটি/লাটি দাড় করানোর জন্য এমন কসরত করে, যে নামাজীর মনোযোগ যতটা নষ্ট হয়, তাতে পাশ কাটিয়ে চলে গেলেও হতোনা। এমতাবস্থায় বিধান কি।
ক) যদি সিজদাহবত থাকে, তবে ঠিক সামনের কাতার হতে পাশ কাটিয়ে বেড়িয়ে যাওয়া যাবে কিনা।
খ) যদি নামাজীর এক কাতার ফাকে সামনে কারও নামাজ শেষ হয়, তবে তিনি খুটি ছাড়া বেড়িয়ে যেতে পারবে কিনা। অর্থাৎ, এক্ষেত্রে নিরাপদ/ক্লিয়ারেন্স ডিসট্যান্স কতটুকু?