আসসালামু আলাইকুম,
আমার অনেকসময় প্রস্রাবের পর অনেক সময় ধরেও প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়না, আবার অনেক সময় তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়
তাই আমি সতর্কতাবশত প্রস্রাবের পর কিছুক্ষণ হাটি, তার উপর দিয়ে আরও সতর্কতার জন্য টয়লেট থেকে বের হওয়ার আগে প্যান্ট এর ভিতর একটা টিস্যু রেখে দেই। পরবর্তীতে নামাজের আগে টিস্যুটি সরিয়ে অজু করে নামাজ পড়ি।
কিন্তু আজকে যুহরের নামাজের আগে টিস্যুটি সরাতে ভুলে গিয়েছি, তবে আআমার ধারণা প্রবল যে টিস্যুতে প্রস্রাব লাগলেও সেটার পরিমাণ ১ সিকির বেশি হবেনা।আমি ভার্সিটির মসজিদে জামাতে ইমামতি করেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার নামাজ কী হয়ে গিয়েছে? (যেহেতু ১ সিকির বেশি নাপাকি টিস্যুতে লাগেনি)
জাযাকাল্লাহ