https://ifatwa.info/114573/,উস্তাদ এই প্রশ্ন এর জবাব আগেই পেয়েছি তাও মনে কিছুটা চিন্তা হচ্চে বা চিন্তা হচ্চিল তাই পুনরায় প্রশ্ন করেছি খুব সংক্ষেপে প্রশ্ন টা হল : ভাড়াটিয়ার সেই টাকা গ্রহন করা তো আমাদের জন্য জায়েজ এবং হালাল ও কি ঠিক উস্তাদ?
আপনারা আরো বলছেন যে যেনে শুনে এমন ভাড়াটিয়াদের ভাড়া দেওয়া উচিত না কিন্ত যদি ভাড়া দেওয়া হয় সেই ভাড়ার টাকা তো জায়েজ হবে?
আর উস্তাদ মাকরুহ এর মানে কি অনুচিত এমন হবে? আমাকে যদি মাকরুহ এর বিষয় টা ও বুজাতেন ভালো হতো।
এবং দুঃখিত আগে ও উপরের প্রশ্নটার জবাব দিয়েছেন স্পষ্ট ভাবে যে ভাড়ারটাকা আমাদের গ্রহন করা জায়েজ আছে তাও প্রশ্ন করেছি সেই জন্য ক্ষমা চাচ্চি উস্তাদরা.