ফজরের নামাজ এর ফরজ শেষ করার পর ঘড়িতে সময় অতিবাহিত হয়ে গিয়েছে দেখলে নামাজ ফাসিদ হয়ে যায়।এখন আমার আগে এরকম অনেক হয়েছে।কতবার হয়েছে স্মরণ নেই।এখন এই ব্যাপারে জানার পর কি আমাকে আগের গুলো কাজা পড়তে হবে?আমি তো মনে করতে পারছি না কতদিন এমন হয়েছে?আন্দাজে ধরে নিয়ে পড়লে কি আমি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে?
২।কাজা সালাত কি দেরিতে আদায় করা যায়?
৩।জুলাই আন্দোলনে আহতদের একটা এমাউন্টের টাকা অনুদান দেয়া হচ্ছে বা ক্ষতিপূরণ বলা যায়।এই টাকা গ্রহণ করা কি জায়েজ হবে?এই টাকাকি হালাল টাকা?