আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক।
একজন ক্লাইন্ট তাদের ওয়েবসাইট Redesign করানোর জন্য আমাকে হায়ার করেছেন। এখন যেই সাইট রিডিজাইনের জন্য আমাকে হায়ার করা হয়েছে সেই সাইট মনে হচ্ছে Credit Broker (আমি জানি না তাদের কাজ কি) ভিত্তিক সাইট। মেইবি গাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা করে এমন কিছু। সাইটের লিংকঃ Zoogla | Vehicle Finance Made Easy
এখন তারা মেইবি Interest বা সুদের মাধ্যমে কিস্তিতে মেইবি গাড়ি বিক্রি করেন, এখন সাইটটা আপনি একটু দেখুন এবং দেখে আমাকে একটু কনফার্ম করুন যে, এই ধরনের কোম্পানির সাইটের রিডিজাইন করে টাকা নেয়া জায়েজ হবে কিনা?
নোটঃ ডিজাইন হালাল ই হবে, মেয়ে থাকবে নাহ, বা অন্য হারাম এলিমেন্ট, এখন আমার কাজটি হালাল এটা আমি নিশ্চিত, কিন্তু কোম্পানির কাজ ঠিক কিনা তা সিউর হতে চাই এবং তাদের কাজ করা যাবে এটা জানতে চাচ্ছিলাম আর কি।
অনেকেই বলেন, আমি যেই কাজ টা করবো সেটা হালাল কিনা তা দেখতে হবে, সেই কাজ যদি হালাল হয় তবে করা যাবে। ডিজাইন হালাল ই হবে, এটা আমি সিউর।