আসসালামু আলাইকুম হুজুর,
আমি ঐষধ কোম্পানিতে চাকুরী করি। অফিসে অডিট চলতেছে। আমি অডিটের কাযে ব্যস্ত। অডিটের কিছু ডকুমেন্ট প্রিন্ট দিছি, প্রিন্টার অন্য রুমে। আমি কলিগকে ফোন করে বলি আপনি প্রিন্টার এর রুমে থাকলে প্রিন্ট গুলি নিয়ে আসেন।
আমার কলিগ বলে, "কিছুক্ষণ সময় লাগবে, অডিটরের প্রিন্টের ডকুমেন্ট দেরি হলে তো ঝামেলা/ সমস্যা। একটু সময় দেওয়া যাবে কিনা?"
কারণ সেও অন্য কাজে ব্যস্ত। আমি বলি আপনি একটু পরেই নিয়ে আসেন প্রিন্ট গুলি (অডিটের ডকুমেন্ট এর প্রিন্ট)।
সে যখন বলে "কিছুক্ষণ সময় লাগবে, অডিটরের প্রিন্টের ডকুমেন্ট দেরি হলে তো ঝামেলা/ সমস্যা। একটু সময় দেওয়া যাবে কিনা?" তখন আমার মনে প্রশ্ন জাগে আমার কলিগ ঝামেলা/সমস্যা বলতে তা** বুঝালো কিনা? এটি কি শর্ত যুক্ত তা** এর কথা কি না? আমার কলিগ কি আমার কথা বুঝালো? আমি তো আমার কলিগের কথার কোন বিরোধিতা করে কোন জবাব দিলাম না। এতে আমার বিয়ের কোন সমস্যা কি না?
পেরেশানি লাগা শুরু করে। [যদিও আমি বুঝতে পারছি আমার কলিগ হয়তো বুঝিয়েছে, অডিটরের ডকুমেন্ট দেরি করাটা অডিটর ভালো চোখে দেখবে না]
পরে কলিগের সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করি, "আপনি কি সমস্যার কথা বললেন?"
আমার কলিগ বলে, সে আমার কাছে জানতে চেয়েছে কোন সমস্যা কি না?"
আমি আমার কলিগ কে বললাম আপনিই তো বললেন, "অডিটরের প্রিন্টের ডকুমেন্ট দেরি হলে তো ঝামেলা/ সমস্যা"।
কলিগের সাথে কথা বলার এসময় আমার মাথায় তা** এর চিন্তা হয়। আবার পেরেশানি লাগা শুরু হয়, কলিগের সাথে কথোপকথন এ আমার কথায় কি, তা** এর শর্তযুক্ত কিছু বুঝালাম কিনা?
আমার মাথায় প্রায় সবসময়ই এগুলি চিন্তা আসে। আমার কি করণীয়?