আস্সালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহু,,,
আমার কাছে পর্যাপ্ত মূলধন না থাকায়, আমি পণ্য স্টক না করে একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে মৌখিকভাবে এমন চুক্তি করেছি যে, আমি ফেইসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে মানুষের থেকে পণ্যের অর্ডার নেবো তারপর প্রস্তুতকারক থেকে ওই পরিমান পণ্য নিয়ে কাস্টমারকে ডেলিভারী দেবো।
এইভাবে নিজের কাছে পন্য স্টক না করে ব্যবসা করলে সেই ব্যবসা কি হালাল হবে?