আসসালামু আলাইকুম
আমার হাজবেন্ড হঠাৎ করে বলছে কিছু মাস আগে নাকি আমরা একসাথে শুয়ে থাকার সময় আমি তার কাছে ডিভোর্স চাচ্ছিলাম এবং সে নাকি মজা করে ডিভোর্স শব্দটা তিন বার বলেছে।
এখন তিনি অনেক হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করছে এই বিষয়ে এবং তারা বলছে ডিভোর্স হয়ে গেছে।
কিন্তু হুজুর বিশ্বাস করেন আমি শিউর সে ডিভোর্স শব্দটা তিনবার বলে নাই। কিন্তু আমি তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। আবার সে ও বলে যে তিনি শিউর বলছে।
এখন এই ক্ষেত্রে করনীয় কি? আমি কি করব আসলে?