আসসালামু আলাইকুম। বলে রাখা ভালো আমার নামাজে অনেক ওয়াসওয়সা,অনেক সময় এক রাকাতে ৬-৭ টা সিজদাহ ও দিয়ে দিই ভুল করে। এবং পরে সাহু সিজদাহ দিয়ে নিই।
তো আজ বিতির নামাজে শেষের রাকাতে তাশাহুদ মিলিয়েছি কিনা মনে নেই।
অত:পর দুইদিকে সালাম ফিরিয়ে দুই সাহু সিজদাহ দিয়ে দুই দিকে সালাম দিয়েছি, কিন্তুসেখানেও তাশাহুদ পড়েছি কিনা মনে নেই। তাই আবার ও দুইটা সিজদাহ দিয়ে, তাশাহুদ মন দিয়ে পড়ি। অত:পর দুইদিকে সালাম ফেরাই। আমার কি নামাজ হয়েছে?