আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
উস্তাদ আমি কানাডাতে থাকি। এখানে রাত দিনের পরিবর্তন খুবই চোখে পড়ার মত। শীত কালে ফজর ৬:৪৫/৭ টায় আর ঈশা ৬:১৫/৬:৩০ টায়। দিনের আলো ৮ থেকে ৯ ঘণ্টা পাই। অন্যদিকে গরমের দিনে ফজর ৩:১৫/৩:৩০ টায় আর ঈশা ১১:৩৫ টায়। রাত মাত্র ৭/৭:৩০ ঘন্টা। বুঝতেই পারছেন প্রতিদিনের রুটিনে কত ঘন ঘন পরিবর্তন আসে বিশেষত নামাজের সময়ে। আমি জব করি, সকাল ৬ টায় উঠতে হয় আমাকে। ঘুমের সময়ে তারতম্য হয়। নামাজ শেষ করে ঘুমাতে যেতে যেতে ১১:৩০ এখন। কিছুদিন পর ১২ টা বেজে যাবে। সকালে আবার ফজরের জন্য ৪ টা বাজে উঠতে হয়। সব কিছু মিলিয়ে কখনো কখনো আমি খুবই বিরক্ত ও হতাশ হয়ে পড়ি। রাগে কান্না আসে। কখনও মুখের ভাষায় সেই বিরক্তি প্রকাশ ও করে ফেলি, “এ কেমন দিন রাতের পরিবর্তন!!!”
আবার পাছে ভয় পাই, এই পরিবর্তন, পরিবর্ধন তো আমার রবেরই পরিকল্পনা। তার হুকুমেই তো এমনটা হচ্ছে। তাহলে আমার বিরক্তি, রাগ, অভিমান সবই তার বিরুদ্ধে প্রকাশ পাচ্ছে না তো!!???
আস্তাগফিরুল্লাহ!
উস্তাদ আমি কিভাবে এই পরিস্থিতিতে নিজেকে সামলাবো, নিজের ইমান আমলকে ঠিক রাখবো যদি একটু পরামর্শ দিতেন ইং শা আল্লাহ!