ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
মানুষ যা চায়, তাই কি পায়?(সূরা নাজাম-২৪)
{أَمْ لِلْإِنْسَانِ} أَيْ لِكُلِّ إنْسَان مِنْهُمْ {مَا تَمَنَّى} مِنْ أَنَّ الْأَصْنَام تَشْفَع لَهُمْ لَيْسَ الأمر كذلك
কাফিররা মনে করে যে, মুর্তিগুলো তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে! অথচ বাস্তবতা এমন হবে না।(তাফসীরে জালালাইন)
وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
এবং মানুষ তাই পায়, যা সে করে। (সূরা নাজাম-৩৯)
{وَأَنْ} أَيْ أَنَّهُ {لَيْسَ لِلْإِنْسَانِ إلَّا مَا سَعَى} مِنْ خَيْر فَلَيْسَ لَهُ مِنْ سَعْي غيره للخير شيء
মানুষ কল্যাণ অর্জনের নিমিত্তে যাই চেষ্টা করবে, সে তা পাবে(তাফসীরে জালালাইন)
وأن ليس للإنسان إلا ما سعى ) أي : كما لا يحمل عليه وزر غيره ، كذلك لا يحصل من الأجر إلا ما كسب هو لنفسه .(تفسير ابن كثير)
মানুষ যেই নেক আমল করবে, সেটার সওয়াব সে পাবে। অতিরিক্ত কিছুই সে পাবে না।(তাফসীরে ইবনে কাছির)